আজ এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন হামজা চৌধুরী।
যদিও দুই দলই অনেক আগেই এশিয়ান কাপের মূলপর্বের দৌড় থেকে ছিটকে গেছে, তবুও ভারত-বাংলাদেশ দ্বৈরথ হওয়ায় ম্যাচটিকে নিয়ে উত্তেজনার কমতি নেই। সমানতালে লড়াইয়ের আভাস মিলছে দু’দল থেকেই।
সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তে গোল হজমের বেদনা ভুলে নতুন শুরুর প্রত্যাশায় আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশে নিজের নাম দেখতে চান জামাল ভূঁইয়া।
প্রায় দুই দশকের অপেক্ষা ঘুচিয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে ভারত দলের সবচেয়ে বড় চমক রায়ান উইলিয়ামস, যদিও অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার এখনও ছাড়পত্র পাননি।

