লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় অনিয়মিতভাবে সেখানে অবস্থান করা ১৭০ জন বাংলাদেশিকে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
জানা যায়, প্রত্যাবাসিতদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই লক্ষ্যেই লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ফ্লাইট অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান। পাশাপাশি ভবিষ্যতে সচেতনতা বৃদ্ধির জন্য নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করার পরামর্শ দেওয়া হয়। আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তাও প্রদান করে।
এর আগে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে আসছিল।

