ইসরায়েলি ফুটবল দল (আইএফএ) নিষিদ্ধ করার দাবি জানিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাকে চিঠি পাঠিয়েছে “অ্যাথলেটস ফর পিস” নামক একটি সংগঠন। এই উদ্যোগে যোগ দিয়েছে ৭০ জনের বেশি ক্রীড়াবিদ ও মানবাধিকার সংগঠন, যার মধ্যে বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পগবা রয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) উয়েফার সভাপতি আলেকসান্দার চেফেরিনের কাছে পাঠানো চিঠিতে আইএফএ’র সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়, এমন একটি রাষ্ট্র, যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত, তার আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি উচিত নয়। ইসরায়েলকে খেলাধুলা ও সংস্কৃতির মঞ্চে গ্রহণ করা মানে অপরাধকে বৈধতা দেয়া, এমন মন্তব্য করা হয় চিঠিতে।
এ উদ্যোগে অংশ নেওয়া তারকা ফুটবলারদের মধ্যে রয়েছেন ফ্রান্সের পল পগবা, মরক্কোর হাকিম জিয়েশ, ডাচ ফুটবলার আনোয়ার এল ঘাজি এবং স্পেনের আদামা ট্রাওরে। এছাড়া, মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন ও গাজা ট্রাইব্যুনালও এই চিঠিতে স্বাক্ষর করেছে।
চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা, বর্ণবৈষম্য এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।

