অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র।
আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। জানা যায়, এখন থেকে বাসাতেই চিকিৎসাধীন থাকবেন তিনি। হাসপাতালটির ডাক্তারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
অভিনেতার পরিবার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সবাইকে অনুরোধ জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনোরকম ভুয়া খবর না ছড়ানোর জন্য। তার এবং তার পরিবারের প্রতি যেন সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয় সে বিষয়েও অনুরোধ জানান তারা।
এর আগে, শ্বাসকষ্টজনিত জটিলতায় গত মাসের শেষে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। পরে মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর বিষয় নিয়ে গুজব ওঠে। একাধিক ভারতীয় গণমাধ্যম তার মৃত্যুর বিষয়ে সংবাদ প্রচার করে।
পরবর্তীতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্রর জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন স্ত্রী হেমা মালিনি ও মেয়ে এশা দেওল। সেইসাথে, সংবাদমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ ঝাড়েন দু’জনই।
অপরদিকে, সেদিন রাতেই ধর্মেন্দ্রকে দেখতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাজির হন শাহরুখ খান। সঙ্গে ছিলেন তার বড় ছেলে আরিয়ান খান। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করে এ তথ্য।
/এএইচএম

