সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ


হলিউড সুপারস্টার টম ক্রুজ সম্মানসূচক অস্কার পেয়েছেন। ১৬ নভেম্বর অ্যাকাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডসে পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তার হাতে এ সম্মাননা তুলে দেন।

টম ক্রুজের পাশাপাশি এই সম্মান পেয়েছেন কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস এবং সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী ডলি পার্টন।

পুরস্কার গ্রহণের সময় ৬৩ বছর বয়সী টম ক্রুজ বলেন, “সিনেমা আমাকে সারা পৃথিবী ভ্রমণ করতে শিখিয়েছে, বিভিন্ন সংস্কৃতি ও মতপার্থক্যের প্রতি সম্মান রাখতে শিখিয়েছে। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে হাসি-কান্না ভাগাভাগি করাটাই সিনেমার আসল শক্তি। সিনেমা শুধু আমার পেশা নয়, এটি আমার পরিচয়।”

তিনি আরও বলেন, শৈশবে সিনেমার আলো তার কল্পনা ও জ্ঞানার্জনের আগ্রহ জাগিয়ে তুলেছিল। “প্রজেক্টরের আলো যখন পর্দায় বিস্ফোরণ ঘটাত, মনে হতো পরিচিত পৃথিবীর বাইরে আরও বিশাল এক জগৎ খুলে যাচ্ছে। সেই আলোই আমাকে শিখিয়েছে নিজের সীমা ছাড়িয়ে চলার সাহস,” জানান তিনি।

উল্লেখ্য, সম্মানসূচক অস্কার দেওয়া হয় তাদের, যারা দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্র শিল্প, প্রযুক্তি বা সৃজনশীলতায় অসাধারণ অবদান রেখেছেন এবং যাদের কাজ প্রতিযোগিতার সীমা ছাড়িয়ে সিনেমাকে ইতিহাসে সমৃদ্ধ করেছে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *