দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে অনুষ্ঠিত একটি ডেমোলিশন ডার্বি রেসে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। রেস চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গ্র্যান্ডস্ট্যান্ডের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে নয়জন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক বিবিসি নিউজ।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্যমতে, শনিবার (১৫ নভেম্বর) রাতে বার্ষিক ওয়ালচা মোটরসাইকেল র্যালির অংশ হিসেবে আয়োজিত এই ডেমোলিশন ডার্বিতে অংশ নেওয়া একটি গাড়ি হঠাৎ দিকভ্রান্ত হয়ে দর্শকদের মাঝে ঢুকে পড়ে।
এই মোটরস্পোর্ট প্রতিযোগিতায় সাধারণত গাড়িগুলো একে অপরকে ধাক্কা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।
উত্তর টেবল্যান্ডসের সংসদ সদস্য ব্রেন্ডান মোয়লান জানিয়েছেন, আহত নয়জনই হাসপাতালে চিকিৎসাধীন, এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আহতদের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে। গুরুতর আহত ব্যক্তি ৫৪ বছর বয়সী এক পুরুষ।
ঘটনাটি কীভাবে ঘটল—তা জানতে তদন্ত চলছে।

