অবশেষে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, প্রত্যাখান করে শিক্ষার্থীদের অবস্থান

অবশেষে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা, প্রত্যাখান করে শিক্ষার্থীদের অবস্থান

দীর্ঘ ২৮ বছর পর নানা জল্পনা কল্পনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ১৭ ডিসেম্বর।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন করবে। আমরা কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করব না।”

তবে শিক্ষার্থীদের দাবি ছিল ভিন্ন। তারা ১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণের দাবি জানিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়েছে। রেজিস্ট্রার ভবনে উপাচার্য, রেজিস্ট্রার ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে এবং রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। পরে রাত ১০টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শিক্ষার্থীদের নির্বাচন নিয়ে আশ্বাস দিলেও তারা অবরোধ তুলে নেননি। এরপর রাত ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন উপাচার্য ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তারা নিশ্চিত করেন, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন সম্পন্ন হবে।

দীর্ঘ ২৮ বছর পর শাবিপ্রবি প্রশাসন আনুষ্ঠানিকভাবে শাকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচনের গঠনতন্ত্রসহ কমিশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *