৫০২টি নতুন বিমানের অর্ডার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত
দুবাই এয়ার শো ২০২৫-এর চতুর্থ দিনে বিমান অর্ডারের ধারা নাটকীয়ভাবে বেড়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন ৬.৪ বিলিয়ন দিরহামের চুক্তি ঘোষণার পর এ পর্যন্ত ইভেন্টে মোট চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ বিলিয়ন দিরহাম। আমিরাতের জাতীয় এয়ারলাইনগুলো ইতোমধ্যে ৫০২টির বেশি বিমান কেনার চুক্তি করেছে—যা শো-এর ইতিহাসে অন্যতম বৃহত্তম অর্ডার রেকর্ড।
প্রাথমিক হিসাব অনুযায়ী, তিন দশক ও উনিশটি আসর পেরিয়ে দুবাই এয়ার শো এখন পর্যন্ত মোট ১ ট্রিলিয়ন ডলার (৩.৬ ট্রিলিয়ন দিরহাম) অর্ডারঘোষণা অতিক্রম করেছে। এবারের ২০২৫ সংস্করণ শুরু থেকেই বাণিজ্যিক খাতে শক্তিশালী অর্ডারের প্রবণতা ধরে রেখেছে।
শো শুরুর দিনেই এমিরেটস ৬৫টি বোয়িং ৭৭৭এক্স কেনার মাধ্যমে বহর সম্প্রসারণের বড় ঘোষণা দেয় এবং পরবর্তীতে আরও আটটি এয়ারবাস এ৩৫০ কেনার জন্য পৃথক চুক্তি সম্পন্ন করে।
ফ্লাই-দুবাইও অন্যতম বৃহৎ অর্ডার প্রদানকারী হিসেবে নজর কাড়ে। সংস্থাটি ৭৫টি বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়ার পাশাপাশি ২৫০টি এয়ারবাস বিমান—যার মধ্যে ১৫০টি নিশ্চিত এবং ১০০টি ঐচ্ছিক—কেনার চুক্তি করেছে।

