নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের পর ২৪ ঘণ্টাও না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন পর্যবেক্ষণ করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রেকর্ড করা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। আবহাওয়া অফিস নিশ্চিত করেছে যে এটি একটি মাইনর ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল এলাকা।
এর আগের দিন সকালে ঢাকার পূর্বদিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যাতে দুই শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়।

