সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে এক নৈশভোজের আয়োজন করা হয়। রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের তারকা মিলিয়ে প্রায় ১২০ জন অতিথি যোগ দেন এই আয়োজনে। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও।
নৈশভোজ শুরুর আগে বিশাল বলরুমে প্রবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই তিনি সৌদি প্রিন্সকে প্রশংসা করে বলেন, “আজ হোয়াইট হাউসে খুবই বিশেষ একজন অতিথি উপস্থিত হয়েছেন—প্রিন্স সালমান। তাঁকে পেয়ে আমরা আনন্দিত।”
এরপর রোনালদোকে উদ্দেশ করে ট্রাম্প আরও বলেন, “আজ এখানে রোনালদোও আছেন। আমার ছেলে তার বড় ভক্ত। মজা করে বলি—আজ ওর (ছেলের) সঙ্গে রোনালদোর দেখা করিয়ে দিলাম, তাই হয়তো আজ থেকে সে আমাকে একটু বেশি সম্মান করবে।” ট্রাম্পের এই রসিকতায় উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।
পরে নৈশভোজে যোগ দেওয়ার জন্য রোনালদোকে আলাদাভাবে ধন্যবাদ জানান তিনি।
অতিথিদের মধ্যে আরও ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক, অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, প্যারামাউন্ট গ্লোবালের সিইও ডেভিড এলিসন, পাশাপাশি ফোর্ড ও জেনারেল মটরসের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

