ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুরে সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যথাসময়ে যথার্থ সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে ড. ইউনূস ডিএসসিএসসির আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনামেরও উচ্চ প্রশংসা করেন।

এবার বিভিন্ন দেশের ৫৮ জনসহ মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। কোর্স শেষ করা তরুণ অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সেবা এবং জাতির কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *