অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাটডাউন এড়াতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে এ সংক্রান্ত বিল।
বুধবার (১২ নভেম্বর) ২২২–২০৯ ভোটে বিলটি পাস হয়। ডেমোক্র্যাট দলের ছয় আইনপ্রণেতা রিপাবলিকানদের সঙ্গে এক হয়ে বিলটির পক্ষে ভোট দেন। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরই বাকি। তার অনুমোদন পেলেই ৪৩ দিন ধরে চলা এই শাটডাউনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এর আগে, সোমবার সরকারি তহবিলের বরাদ্দ নিশ্চিত করতে সিনেটেও বিলটি পাস হয়। এটি কার্যকর হলে দেশজুড়ে স্থগিত থাকা সরকারি কার্যক্রম ও সেবাগুলো পুনরায় চালু হবে।
দীর্ঘ এই শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন আটকে ছিল, বন্ধ হয়ে যায় বহু সরকারি সেবা, আর বাতিল হয় কয়েক হাজার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

