জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা ভূমিকা রাখবে: প্রধান উপদেষ্টা

জাতি গঠনে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আনন্দের মধ্য দিয়ে শিশুরা যেন নিজেদের আবিষ্কার করতে পারে এবং মেধার বিকাশ ঘটাতে পারে—এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

শিশুদের প্রতিভা কেবল নাচ-গানেই সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “তাদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও অংশগ্রহণের সুযোগ দিতে হবে।” তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

দীর্ঘ বিরতির পর আবারও ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা শুরু করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “নতুন কুঁড়ির মতো অন্যান্য ক্ষেত্রেও মন্ত্রণালয়কে এমন উদ্যোগ নিতে হবে।”

অনুষ্ঠানে প্রতিযোগিতার দুটি বিভাগের দুই বিজয়ীর হাতে ৩ লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি, তিনি সব অংশগ্রহণকারী শিশুকে অভিনন্দন জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *