রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় সারা দেশের বিচারকরা ১৬ নভেম্বর, রোববার, কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছেন। এর আগে, নিরাপত্তা সংক্রান্ত এবং অন্যান্য দাবিতে বিচারকরা রোববার থেকে কলমবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিলেন। তবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের আশ্বাসে তাদের ওই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগের কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে আইন উপদেষ্টা বিচারকদের দাবির প্রতি একমত পোষণ করে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এর পরিপ্রেক্ষিতে, পূর্বঘোষিত কলমবিরতি কর্মসূচি স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ জানায়, সুমনের পরিবারের পরিচিত এক যুবক, লিমন, বাসায় ঢুকে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন, এবং লিমনও আহত হয়।
পরে পুলিশ লিমনকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে। তার একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়, যার পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে আদালতে তলব করা হয়েছে। এ ছাড়া, রাজপাড়া থানার এক এসআই ও তিন কনস্টেবলসহ মোট চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, বিচারকপুত্র হত্যার ঘটনায় অভিযুক্ত লিমন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

