ম্যাকব্রাইন ঘুর্ণি, তার পকেটেই চার টাইগার উইকেট

ম্যাকব্রাইন ঘুর্ণি, তার পকেটেই চার টাইগার উইকেট


মিরপুর টেস্ট নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে এই ম্যাচেই উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম অর্জন করেছেন তার শততম টেস্ট খেলার মাইলফলক।

সকাল থেকে মোটামুটি সহজেই আইরিশ বোলারদের সামলাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তবে একজনের ঘূর্ণিতেই তৈরি হচ্ছিল চাপ—অ্যান্ডি ম্যাকব্রাইন। প্রথম দিনের ৭১ ওভার শেষে বাংলাদেশের চারটি উইকেট পড়েছে, আর সবগুলিই নিয়েছেন এই ডানহাতি অফব্রেক বোলিং অলরাউন্ডার।

এ পর্যন্ত ম্যাকব্রাইন খেলেছেন ১০টি টেস্ট, নিয়েছেন ২৬ উইকেট। তার সেরা বোলিং ফিগার ৭/৭৭। ওয়ানডেতে প্রায় শতকের ঘরে পৌঁছে গেছেন—৯৬ ম্যাচে তার উইকেটসংখ্যা ৯১, যেখানে সেরা বোলিং ৫ উইকেট ২৯ রানে। টি–টোয়েন্টিতে তিনি খেলেছেন ৩২ ম্যাচ এবং নিয়েছেন ২৩ উইকেট।

ঘরোয়া ক্রিকেটেও ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার একইভাবে দাপট দেখিয়ে থাকেন। আয়ারল্যান্ডের ইন্টারপ্রভিনশিয়াল টুর্নামেন্টে একটি দলের নেতৃত্ব দেন তিনি। পাশাপাশি দেশটির সাদা বলের ইন্টারকন্টিনেন্টাল কাপ স্কোয়াডেও গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্ডি ম্যাকব্রাইন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *