অন্তর্বর্তী সরকার ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেবে। এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনারের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতার সংকেত পাঠিয়েছে। আর সময় নষ্ট করার সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ঝুঁকি মোকাবিলায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জানিয়েছেন, ঢাকায় ভূমিকম্পের ফলে প্রায় ৩০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে ভূমিকম্প-সহনশীল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা হবে বলেও তিনি জানান।

