বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পথে ছাত্র-জনতা

বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের পথে ছাত্র-জনতা

আর কয়েক মুহূর্তের মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রায়কে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে অগ্রসর হতে চাইলে ছাত্র-জনতাকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

বাধা পেলেও আন্দোলনকারীরা সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। তাঁদের দাবি—স্বৈরাচারের কোনো অস্তিত্ব এই দেশে বরদাস্ত করা হবে না; ওই বাড়ির স্থানে তারা একটি খেলার মাঠ চান।

পুলিশের অবস্থান, কোনোভাবেই তারা কাউকে ভেতরে ঢুকতে দেবে না। তবে সরেজমিন দেখা যায়—ব্যারিকেডের মধ্যেও কয়েকজন বিক্ষোভকারী রাস্তার ওপর বসে পড়েছে। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *