গত সপ্তাহে সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪০ জনেরও বেশি ভারতীয় ওমরাহযাত্রীর জানাজা শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। মদিনার মসজিদে নববিতে এই জানাজার নামাজ আদায় করা হয়। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানাজার নামাজ পরিচালনা করেন শাইখ আব্দুল বারি থুবাইতি। নামাজে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই হায়দ্রাবাদ অঞ্চলের বাসিন্দা। জানাজা শেষে নিহতদের দাফন করা হয় মসজিদে নববির পাশের ঐতিহাসিক কবরস্থান ‘জান্নাতুল বাকি’-তে।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে। ওমরাহযাত্রীদের বহনকারী বাসটি মক্কা থেকে মদিনার পথে থাকা অবস্থায় একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হলে আগুন ধরে যায়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৪৫ যাত্রীর মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে যান বলে সৌদি ও ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করে বলেন, নিহতদের অনেকেই একই পরিবারের একাধিক সদস্য ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনা ভারতের—বিশেষ করে হায়দ্রাবাদের—বৃহৎ ওমরাহ সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকবার্তায় জানিয়েছেন, তিনি ‘গভীরভাবে মর্মাহত’ এবং নিহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রইল।

