টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে তাইজুলের ২৫০

ঢাকা টেস্টের শেষ দিনে এক অনন্য মাইলফলক গড়লেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি পা রাখলেন ২৫০ উইকেটের ক্লাবে।

রোববার (২৩ নভেম্বর) মিরপুরে ম্যাচের শেষ দিনে稳稳 ব্যাটিং করছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। কিন্তু একসময়ে তাল কেটে যায় ম্যাকব্রাইনের। তাইজুলের ডেলিভারিটি সামান্য এগিয়ে এসে খেলতে গিয়ে বল লাগে তার পায়ের পাতায়। সাথে সাথেই জোরালো আবেদন করেন তাইজুল এবং সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নিলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। ম্যাকব্রাইনের উইকেটই তাইজুলকে এনে দেয় ঐতিহাসিক ২৫০তম শিকার।

এর আগের দিনই সাকিব আল হাসানকে পেছনে ফেলে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়েছিলেন তাইজুল। সিরিজ শুরুর সময় সাকিবের চেয়ে ৯ উইকেটে পিছিয়ে ছিলেন তিনি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে রেকর্ডের আরও কাছে চলে আসেন।

মিরপুরে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিবের রেকর্ড স্পর্শ করেন এবং দ্বিতীয় ইনিংসে শনিবার প্রথম উইকেট পেয়েই নিজেকে তুলে নেন দেশের শীর্ষ উইকেটশিকারিতে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাইজুলকে অভিনন্দনও জানান সাকিব।

২০১৩ সালের নভেম্বরে মোহাম্মদ রফিককে ছাড়িয়ে বাংলাদেশের সেরা টেস্ট উইকেটশিকারি হয়েছিলেন সাকিব, আর সেই রেকর্ড তার দখলে ছিল দীর্ঘ ১২ বছর।

বর্তমান বাংলাদেশ দলে দুইশ টেস্ট উইকেটের মালিকও নেই, তাই তাইজুলের এই শীর্ষস্থান অনেকদিন অটুট থাকবে বলেই ধারণা। সাকিব তো আরো এগিয়ে বলছেন—তাইজুল ৪০০ টেস্ট উইকেটও পেতে পারেন। ফেসবুকে তাইজুলকে উদ্দেশে তিনি লিখেছেন, “অভিনন্দন তাইজুল। আমার বিশ্বাস, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।”

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *