যুক্তরাষ্ট্রে নোকিয়ার ৪০০ কোটি ডলারের এআই বিনিয়োগ পরিকল্পনা
ফিনল্যান্ডের টেলিকম সরঞ্জাম নির্মাতা নোকিয়া যুক্তরাষ্ট্রে ৪০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর নেটওয়ার্ক সংযোগে গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন জোরদার করাই এই বিনিয়োগের মূল লক্ষ্য।
নোকিয়া জানিয়েছে, মোট বিনিয়োগের ৩৫০ কোটি ডলার যাবে গবেষণা ও উন্নয়নে (R&D), আর ৫০ কোটি ডলার ব্যয় হবে টেক্সাস, নিউ জার্সি ও পেনসিলভানিয়ার মতো অঙ্গরাজ্যে উৎপাদন ও অবকাঠামো উন্নয়নে।
কোম্পানিটি বর্তমানে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে এক ডজনের বেশি স্থাপনা পরিচালনা করছে, যার মধ্যে নিউ জার্সিতে অবস্থিত তাদের বিখ্যাত বেল ল্যাবসও রয়েছে। সম্প্রতি তারা নতুন কৌশল ঘোষণা করেছে, যেখানে দক্ষতা বাড়ানো এবং এআই–চালিত প্রযুক্তিতে ফোকাস করার কথা বলা হয়েছে।
গত জুলাইয়ে শুল্ক বৃদ্ধি ও দুর্বল ডলারের কারণে মুনাফা কমার সতর্কতা দেওয়ার পর এ বিনিয়োগ পরিকল্পনা সামনে এলো। যুক্তরাষ্ট্রে বড় ধরনের দেশীয় টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক না থাকায় নোকিয়া, এরিকসন ও স্যামসাংই প্রধান বিকল্প হিসেবে বিবেচিত।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানিয়েছেন, গত অক্টোবরের এক হোয়াইট হাউস বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নোকিয়াকে ঘিরে আলোচনা হয়েছিল। নোকিয়ার নবনিযুক্ত প্রধান নির্বাহী জাস্টিন হোটার্ড বলেন, কোম্পানির নেটওয়ার্ক ব্যবসায় অগ্রাধিকার এখন সেইসব দেশ, যারা পশ্চিমা প্রযুক্তিকে মূল্য দেয়।

