উইন্ডিজকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজ ৩–১ ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বে এই জয়ে কিউইরা দারুণভাবে সিরিজ নিজেদের করে নেয়।

ডানেডিনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। পেসবান্ধব উইকেটে মাত্র ৩ ওভারে দলীয় ২১ রানেই তারা হারায় ৪ উইকেট। শতরান স্পর্শ করার আগেই আরও চারজন ব্যাটার সাজঘরে ফেরেন। শেষ দিকে রস্টন চেজের ৩৮ ও রোমারিও শেফার্ডের ৩৬ রানে ভর করে ক্যারিবীয়রা শেষ পর্যন্ত ১৪০ রানে অলআউট হয়।

নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি ৩৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরা নির্বাচিত হন। জিমি নিশামও দখল করেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে কিউই ওপেনাররা দারুণ সূচনা করেন। উদ্বোধনী জুটিতে আসে ৬৯ রান। ৪৫ রান করে টিম রবিনসন আউট হলে সেই জুটি ভাঙে। তিনে নামা রাচিন রবীন্দ্র যোগ করেন ২১ রান। অপরপ্রান্তে ডেভন কনওয়ে ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। মার্ক চ্যাপম্যানও ২১ রানে অপরাজিত ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, ডানেডিনের এই মাঠে এটি নিউজিল্যান্ডের ১৮তম আন্তর্জাতিক জয়—যেখানে তারা এখনও কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট ভেন্যুতে পরাজয়বিহীন অবস্থায় সর্বাধিক জয়ের বিশ্বরেকর্ড এখন কিউইদের দখলে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *