জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

২০২৪ সালের জুলাই আন্দোলনে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে গণহত্যার অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী রোববার (১১ জানুয়ারি) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষের অভিযোগপত্রে জয় ও পলকের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আন্দোলন চলাকালে দুজন মুঠোফোনে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে গণহত্যার তথ্য আড়াল করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইন্টারনেট সংযোগের লাইন পোড়ানো হয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়।
এ মামলায় গ্রেপ্তার আছেন জুনাইদ আহমেদ পলক। অন্যদিকে, অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বর্তমানে পলাতক জয়-এর পক্ষে মামলায় স্টেট ডিফেন্স লড়বেন বলে জানানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
